অভিলক্ষ্য
আধুনিক সংগণক-যন্ত্র চালনা ও প্রয়োগকৌশল শিক্ষা প্রদান । উল্লেখ করা যায় যে, যন্ত্রশক্তি চালনার জন্য আমরা মননশক্তিকে ব্যবহার করে থাকি এবং সু-মননশক্তি গঠিত না হলে, যন্ত্রের ব্যবহারে আমাদের উৎকর্ষসাধনের পরিমাণ অত্যন্ত কম হবে । সেইকারণে শিক্ষার্থীদের নিজ নিজ জীবনে সু-মননশক্তির সাহায্যে যন্ত্রশক্তির সুসামঞ্জস্যপূর্ণ ব্যবহার সম্পর্কে সজাগ থাকার জন্য অবহিত করা ।
ভাষা শিক্ষাদানের মাধ্যমে দর্শন, ইতিহাস ও ভৌগোলিক জ্ঞানের পরিধিবৃদ্ধি ও মননশক্তির বিকাশসাধনের প্রচেষ্টা ।
ছাত্রছাত্রীদের নিজ জীবনের ও সমাজের পক্ষে কল্যাণকর বুদ্ধিবৃত্তি জাগ্রত ও সক্রিয় রাখা, এবং মনকে অবুদ্ধির প্রভাব থেকে মুক্ত রেখে আত্মশক্তিতে বলীয়ান হয়ে ওঠার জন্য প্রেরণা প্রদান ।